জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি এবং সিলেটের গলমুকাপন মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্র জমিয়ত।
বৃহস্পতিবার (২৫ জুন) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান৷
শোকবার্তায় এখলাছুর রহমান বলেন, মাওলানা আব্দুশ শহীদ ইসলামের নিবেদিতপ্রাণ খাদেম ও লাখো মানুষের ধর্মীয় রাহবার ছিলেন৷ তিনি সুন্নতের পূর্ণ অনুসরণ করতেন৷
এখলাছুর রহমান আরও বলেন, মাওলানা গলমুকাপনী জমিয়তের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আদর্শিক সংগ্রামে আপোসহীন ছিলেন। তিনি অত্যন্ত সুনামের সাথে সিলেটের দারুস সুন্নাহ গলমুকাপন জামিয়ার মুহতামিমের দায়িত্ব পালন করেছেন৷
উল্লেখ্য, মাওলানা গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও হার্টের সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। তিনি গতকাল সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য ভক্ত, ছাত্র ও মুরিদ রেখে গেছেন।