সিলেটের জামিয়া দারুস সুন্নাহ ওসমানীনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস এবং জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুশ শহীদ গলমুকাপনী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ দুপুর ২টা ৩০ মিনিটে উক্ত জামিয়ায় অনুষ্ঠিত হবে।
বুধবার (২৪ জুন) সিলেট নগরীর রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টা ৩০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন।
জানা যায়, মাওলানা গলমুকাপনী গত কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও হার্টের সমস্যাসহ অন্যান্য রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি চার ছেলে, ছয় মেয়েসহ অসংখ্য ভক্ত, ছাত্র ও মুরিদ রেখে গেছেন।
এছাড়া মাওলানা আব্দুশ শহীদ জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি ছিলেন। তিনি ১৯৯৬ সালে সিলেট-২ আসন থেকে নির্বাচনও করেছিলেন।