বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

কাশ্মীরের অধিকার ফিরিয়ে দিলে ভারতের সাথে বসতে রাজি পাকিস্তান

সরাসরি সংলাপ পুনরায় শুরু করার জন্য ভারতকে শর্তজুড়ে দিয়েছে পাকিস্তান। তারা বলছে, আলোচনার টেবিলে বসার আগে ভারতকে তাদের
দখলকৃত কাশ্মীরের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে।

পাক সরকারের পক্ষ থেকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি আল জাজিরাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরাসরি সংলাপ পুনরায় শুরু করার জন্য ভারতকেই এগিয়ে আসতে হবে। আলোচনার টেবিলে বসার আগে দখলকৃত কাশ্মীরের অধিকার ফিরিয়ে দেওয়া এবং সেখানে মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে হবে তাদের।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারত সরকার আক্রমণাত্মক বক্তৃতা এবং দায়িত্বহীন আচরণ করছে বলে অভিযোগ করে তিনি বলেন, আলোচনার পরিবেশ কে নষ্ট করেছে? স্পষ্টতই ভারতীয়রা।

এখন যদি পরিস্থিতির উন্নতি করতে হয়, তবে তা সম্পূর্ণ নয়াদিল্লির ওপর নির্ভর করছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img