শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

তেলআবিবে দূতাবাস খোলার অনুমোদন দিল আমিরাতের মন্ত্রীপরিষদ

আবুধাবিতে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দূতাবাস খোলার ঘোষণার পর এবার তেলআবিবে দূতাবাস স্থাপনে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে আরব আমিরাতের মন্ত্রীপরিষদ।

রবিবার (২৪ জানুয়ারি) আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ তথ্য জানায়।

ওই দিন ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রবিবার থেকে আবুধাবিতে ইসরাইলের দূতাবাস আনুষ্ঠানিকভাবে খোলা হবে। দূতাবাসের স্থায়ী ঠিকানা না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে এটি চালু থাকবে বলে বিবৃতিতে বলা হয়।

স্বাধীন ফিলিস্তিন গঠনে আরব দেশগুলোর দীর্ঘদিনের দাবী পাশ কাটিয়ে এবং ফিলিস্তিনীদের সাথে গাদ্দারি করে গত বছরের আগস্টে আমেরিকার সাবেক ট্রাম্প প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলকে স্বীকৃতির মাধ্যমে সম্পর্ক স্বাভাবিককরণের ঘোষণা দেয় আরব আমিরাত।

আমিরাতকে অনুসরণ করে ধারাবাবিহকভাবে বাহরাইন, সুদান ও মরক্কো ইসরাইলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। দাবী অপূরণ রেখেই ইসরাইলের সঙ্গে আরব দেশগুলোর সম্পর্কের মোড়কে ফিলিস্তিনিরা তাদের পিঠে ‘ছুড়িকাঘাত’ বলে আখ্যায়িত করে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img