ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিজ্ঞানীরা তাদের দায়িত্ব পালন করেছেন। এবার আমাদের দায়িত্ব পালন করার সময়। যেকোনো মূল্যে করোনা ভ্যাকসিন সংক্রান্ত গুজবকে রুখে দিতে হবে।
রোববার (২৪ জানুয়ারি) এক সভায় তিনি এসব কথা বলেন।
মোদি বলেন, বিজ্ঞানীরা নিজের দায়িত্ব পালন করে ফেলেছেন। করোনা ভ্যাকসিন এনে মহামারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন। এবার দায়িত্ব আমাদের। সব শক্তি কাজে লাগিয়ে ভ্যাকসিন নিয়ে সব ধরনের গুজব রুখতে হবে। সেই কাজ করতে পারেন আপনারাও।