যুক্তরাষ্ট্রে জন্মের পরেই নাগরিকত্ব পাওয়ার নিয়ম (বার্থরাইট সিটিজেনশিপ) বাতিলের আদেশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদেশ অনুযায়ী, বাবা-মার নাগরিক বা গ্রিন কার্ড না থাকলে ২০ ফেব্রুয়ারির পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া কোনও শিশুই নাগরিকত্ব পাবে না। এমতাবস্থায় নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার আগেই সিজার করে বাচ্চা জন্ম দিতে অনেক ভারতীয়রাই মরিয়া হয়ে উঠেছেন
সোমবার (২০ জানুয়ারি) প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরদিন বেশ কয়েকটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন তিনি, তার মধ্যে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আদেশও ছিল।
নিউ জার্সির চিকিৎসক ড. এস ডি রামা জানান, ৮-৯ মাসের গর্ভবতী নারীরা (ভারতীয়) সিজারিয়ান ডেলিভারির জন্য যোগাযোগ করছেন। এমনকি ৭ মাসের গর্ভবতী কয়েকজনও আগেভাগে সন্তান প্রসব করাতে চাইছেন।
টেক্সাসের আরেক চিকিৎসক ড. এস জি মুখালা জানান, আগেভাগে প্রসব করা মা ও সন্তানের জন্য ঝুঁকিপূর্ণ। এতে শিশুর ফুসফুস, ওজন এবং স্নায়ুর সমস্যা হতে পারে। তবুও অনেক দম্পতি ঝুঁকি নিচ্ছেন, কারণ তাদের সন্তান নাগরিকত্ব পেলে ভবিষ্যতে পরিবারে স্থায়িত্ব আসবে।
এক গর্ভবতী মহিলা বলেছেন, আমরা ছয় বছর ধরে গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছি। এখন এই আইন আমাদের ভবিষ্যৎ নিয়ে বড় অনিশ্চয়তা তৈরি করেছে।