শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলো এক হচ্ছে : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর মুফতী রেজউল করীম বলেছেন, ইসলামের পক্ষের শক্তিগুলো এক হচ্ছে। আসন্ন নির্বাচনে ইসলামী দলগুলোর ভোটবাক্স একটা করার কাজ চলছে।

আজ শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউশন মিলনায়তনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত নগর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রেজাউল করীম বলেন, বিগত দিনে যারা সরকারে ছিল তারা ক্ষমতায় থাকতে ইসলামী দলগুলোকে ব্যবহার করেছে। এবারের নির্বাচনে যেন সব ইসলামী দলগুলোর একটি মাত্র ভোটবাক্স হয়, এ ব্যাপারে কাজ চলছে।

দেশের মেধাবীরা বেকার থাকলেও অযোগ্যদের প্রশাসনের বড় বড় জায়গায় বসিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশের সব রাজনৈতিক দল নিয়ে বিতর্ক রয়েছে। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিয়ে জনগণের মধ্যে কোনো বিতর্ক নেই।
বাংলাদেশের বেশিরভাগ মানুষ ইসলামের শাসন দেখতে চায় মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img