গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৫ মাসের বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞে এতিম হয়েছে ৩৮০০০ ফিলিস্তিনি শিশু।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্টে বলা হয়, ইসরাইলের আগ্রাসনে ৩৮ হাজার শিশু এতিম হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ১৫১টি শিশু তাদের বাবা হারিয়েছে এবং ৪,৪১৭টি শিশু তাদের মা হারিয়েছে। এছাড়া ১,৯১৮ টি শিশু মা-বাবা দুজনকে হারিয়েছে।
রিপোর্টে আরও বলা হয়, ইসরাইলের ১৫ মাসের এই আগ্রাসনে ১৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নারী বিধবা হয়েছেন।