ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ ও কাবুলে নবনিযুক্ত কাতারের কূটনৈতিক মিশনের প্রধান মুরদিফ আল ক্বিশওয়াতীর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রতিরক্ষামন্ত্রী মাওলানা মোহাম্মদ ইয়াকুব মুজাহিদের সাথে সৌজন্য সাক্ষাত ও বৈঠক করেছেন কাবুলে নবনিযুক্ত কাতারের চার্জ ডি-অ্যাফেয়ার্স (কূটনৈতিক মিশনের ভারপ্রাপ্ত/সাময়িক প্রধান) মুরদিফ আল ক্বিশওয়াতী।
প্রতিরক্ষামন্ত্রী আফগান জনগণের প্রতি কাতারের দীর্ঘমেয়াদী সহায়তা ও সহযোগিতার প্রশংসা করেন। কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দু’দেশের দৃঢ় বন্ধন ও দীর্ঘদিনের সম্পর্কের কথা তুলে ধরেন। গুরুত্বারোপ করেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে।
এছাড়া বাণিজ্য, অর্থনীতি ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মতবিনিময় হয় আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে।
সূত্র: আল ইমারাহ