শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

গাজ্জায় ইসরাইলের আগ্রাসনে ১৫ হাজারের বেশি স্কুলগামী ফিলিস্তিনি শিশু শহীদ

গাজ্জায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ১৫ মাসের ভয়াবহ আগ্রাসন ও গণহত্যায় পনেরো হাজারেরও বেশি স্কুলগামী ফিলিস্তিনি শিশু শহীদ বা নিখোঁজ হয়েছে।

গাজ্জার শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শতকরা ৯৫ ভাগ স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠান দখলদার বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

শিক্ষা মন্ত্রণালয় বলছে, ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনে উপত্যকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ৩০০ কোটি ডলার প্রয়োজন হবে।

গাজ্জার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে, শিক্ষা বিভাগের অন্তত ৮০০ কর্মকর্তা-কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া, ৫০ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img