ডোপটেস্টে মাদকগ্রহণের প্রমাণ পাওয়ায় ঢাকা মহানগর পুলিশের ১০ সদস্যকে চাকরিচ্যুত করা হয়েছে।
রোববার বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন।
তিনি বলেন, ডোপটেস্টে মাদকসেবনের প্রমাণ মিলেছে ৬৮ জন পুলিশ সদস্যের। এদের মধ্যে ১০জনকে চাকরিচ্যুত করা হয়েছে। বাকিদের বিষয়ে শিগগির ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এটি একটি চলমান প্রক্রিয়া। মাদকের ব্যাপারে আমরা জিরো টলারেন্স নীতি নিয়ে চলি। এখানে কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।
৬৮ পুলিশ সদস্যের মধ্যে সাতজন এসআই, একজন সার্জেন্ট, পাঁচজন এএসআই, পাঁচজন নায়েক এবং ৫০ জন কনস্টেবল।
তাদের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে পুলিশের বিভাগীয় মামলা করা হয়। এবং ১৮ জনকে সাময়িক বরখাস্ত করা হয়।
মামলা নিষ্পত্তি শেষে ওই ১৮ জনের মধ্যে ১০ জনকে চাকরিচ্যুত করা হয়।