বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আফগান শরনার্থীদের বিতাড়নের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে যাচ্ছে পাকিস্তান

চলমান সামরিক সংঘাতের মধ্যেই আফগান শরনার্থীদের দেশ থেকে বিতাড়নের দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মহসিন রাজা নাকভি এক সাক্ষাৎকারে বলেন, আফগান নাগরিকসহ যে সকল শরণার্থীদের বৈধ নথিপত্র নেই তাদের অবশ্যই পাকিস্তান ছেড়ে নিজ দেশে ফিরে যেতে হবে।

পাক স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, “আফগান নাগরিকসহ যারা এই দেশে অবৈধভাবে বসবাস করছেন তাদের অবশ্যই পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে। তার মানে এই নয় যে তারা আর কখনো পাকিস্তানে আসতে পারবেন না। বৈধ নথিপত্র ও ভিসার মাধ্যমে তারা পুনরায় এই দেশে আসতে পারবেন।”

তবে এর বিপরীতে আফগান অভিবাসীদের সাথে অনুপযুক্ত আচরণের সত্যতা পাওয়া গেছে।

বেশ কয়েকজন আফগান শরনার্থী জানিয়েছেন, বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও তাদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করছে পাক সরকার।

সূত্র: তোলো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img