গাজ্জা উপত্যকায় অবস্থিত ইন্দোনেশিয়া হাসপাতালের সামনে থেকে সৈন্য প্রত্যাহারের দাবী জানিয়েছে মেডিকেল ইমার্জেন্সি রেসকিউ কমিটির (এমইআর-সি) প্রধান ডাঃ সারবিনি আব্দুল মুরাদ।২০১১ সালে চালু হওয়া এ হাসপাতালটি নির্মাণে অর্থ সহায়তা করেছিল ইন্দোনেশিয়ার দাতব্য সংস্থাটি।
জাকার্তা থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরাইলি বাহিনীর হাসপাতালটি ঘিরে রেখেছে ও আশেপাশের অঞ্চলে বোমাবর্ষণ করছে বলে ইতিমধ্যে অবগত হয়েছেন তিনি।
ডাঃ সারবিনি আরো বলেন, “এটি একটি অমানবিক ঘটনা যার অবশ্যই নিন্দা জানানো উচিত, কারণ এই সমস্ত স্থান অবশ্যই রক্ষা করতে হবে। আমরা ইসরাইলের প্রতি আহ্বান জানাচ্ছি তারা যেন হাসপাতালগুলোকে যুদ্ধক্ষেত্রে পরিণত না করে।”
তিনি বলেন, “আমরা ইন্দোনেশিয়া হাসপাতালের চারপাশ থেকে সৈন্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি যেন আহত ফিলিস্তিনি রোগীদের জন্য এটি একটি নিরাপদ স্থান হতে পারে।”
সূত্র: আল জাজিরা