বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

আবারও ভারতকে কালো তালিকাভুক্ত করার সুপারিশ ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের

ভারতে মুসলিম নির্যাতন ও ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের জন্য দেশটিকে কালো তালিকাভুক্ত করার জন্য আবারো দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংস্থা। এই নিয়ে টানা চতুর্থবারের মতো এমন দাবি জানালো সংস্থাটি।

ইউএস কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডমের মতে, ভারতে ক্ষুন্ন হচ্ছে ধর্মীয় স্বাধীনতা। সেইসঙ্গে ভয়াবহ আক্রমণের শিকার হচ্ছে আন্দোলনকারী ও আইনজীবীরা। শুধু তাই নয় আক্রমণ করা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদমাধ্যম লক্ষ্য করেও।

প্রসঙ্গত, প্রতি বছর পৃথিবীর বিভিন্ন দেশের ধর্মীয় ও নাগরিক স্বাধীনতা সংক্রান্ত রিপোর্ট পেশ করে থাকে সংস্থাটি।

এবছরের রিপোর্টে বলা হয়েছে, ২০২২ সালের পর থেকে ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা ব্যাপক খারাপ হয়ে উঠেছে।

উল্লেখ্য, এ বিষয়ে এখনও পর্যন্ত কোন মন্তব্য করেনি ভারতীয় দূতাবাস। তবে গত বছর এমন অভিযোগ অস্বীকার করা হয়েছিল দেশটির পক্ষ থেকে।

সূত্র: জিও টিভি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img