আজ ১৯ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে, গাজ্জা উপত্যকার বিভিন্ন স্থানে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের বোমা হামলায় ৪০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে আল ওয়াফা নিউজ এজেন্সি।
প্রত্যক্ষদর্শী ও চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী জানা যায়, গাজ্জা শহরের দক্ষিণে অবস্থিত খান ইউনিসের একটি বাড়িতে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হয়। এতে ৯ জন ফিলিস্তিনি শহীদ হয় যার মধ্যে ৭ জন শিশু ছিল।
এছাড়াও হামলা চালানো হয়েছে দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ শহরে। এখানে ৩০ জনেরও বেশি নিহত এবং কয়েক ডজন ফিলিস্তিনি আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরো জানিয়েছে, রাফাহ শহরের তাল আল-সুলতান এলাকার একটি বাড়িতেও হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান।
সূত্র: আল জাজিরা