শুক্রবার, ডিসেম্বর ২৭, ২০২৪

ভারত সীমান্তে নেপালি পুলিশ অফিসার খুন

কৌলালি জেলার নেপাল-ভারত সীমান্তের কাছ থেকে রোববার (১৮ অক্টোবর) ভোরে দায়িত্বপালনরত এক নেপালি পুলিশ অফিসারের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে।

অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর গোবিন্দর বিকে’র লাশ ধাংগাদি সাব-মেট্রোপলিটন সিটি-১২-এর কাছে মোহনা নদী থেকে উদ্ধার করা হয়। রাম বাহাদুর সোয়াদ নামে এক পুলিশ কনস্টেবলকেও খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাদের দুজনে শনিবার রাত সাড়ে আটটার দিকে মটরসাইকেলে চড়ে ধাংগাধি-১২ অস্থায়ী পুলিশ স্টেশন থেকে টহল দিতে বের হন। নদী থেকে তিন কিলোমিটার দূরে মটরসাইকেলটি পাওয়া যায়।

শনিবার রাত ১০ থেকে দুই পুলিশ সদস্যের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।

পুলিশের প্রাথমিক তদন্তে মনে হচ্ছে সীমান্ত এলাকায় চোরাকারবারীদের সঙ্গে সংঘর্ষে দুই পুলিশ সদস্য খুন হন।

সূত্র: রিপাবলিকা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img