দখল করা অঞ্চল ধরে রাখতে আজারবাইজানের সেনাদের ঠেকাতে গিয়ে যুদ্ধে এ পর্যন্ত সর্বমোট ৭১০ জন সেনা হারালো আর্মেনিয়া।
এদিকে আর্মেনিয়ার দখল থেকে ঐতিহাসিক খুদাফেরিন সেতু মুক্ত করার পর সেখানে আজারবাইজানের পতাকা উত্তোলন করেছে দেশটির সশস্ত্র বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ টুইটারে এক ভিডিও পোস্ট করে তা জানিয়েছে।
কারাবাখের জাবরাইল জেলার আরস নদীর ওপরে একাদশ শতাব্দীতে নির্মিত এই সেতুটি ইরানকে আজারবাইজানের সাথে সংযুক্ত করেছে। যা এত দিন আর্মেনিয়ার দখলে ছিল।
এর আগে আজারবাইজানের সেনাবাহিনী সম্প্রতি জাবরাইল শহর এবং আশেপাশের বেশ কয়েকটি গ্রামকে আর্মেনিয়ান সেনাবাহিনীর দখল থেকে মুক্ত করে।
ইতোমধ্যে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ আর্মেনিয় দখল থেকে জাবরাইল, ফুজুলি এবং হদ্রুত শহরের পাশাপাশি ৫০টিরও বেশি গ্রাম থেকে মুক্তির ঘোষণা দিয়েছেন।