করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে ১ লাখ ১৪ হাজার ৬১০ জন মারা গেলেন।
গত দুসপ্তাহ ধরে দৈনিক মৃত্যুর সংখ্যা ১ হাজারের কম হলেও প্রায় তিন মাস পর তা আজ ৬০০-র কম হলো।
একদিনে দেশটিতে ৫৫ হাজার ৭২২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭৫ লাখ ৫০ হাজার ২৭৩ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশটিতে সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৩৯৯ জন। এ নিয়ে মোট সুস্থ ৬৬ লাখ ৬৩ হাজার ৬০৮।
সোমবার করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়।
করোনাভাইরাস ভারতে ইতিমধ্যেই ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৪২ হাজার ১১৫ জন মারা গেছেন মহারাষ্ট্রেই।
তামিলনাড়ু ও কর্নাটকে মোট মৃত্যু ১০ হাজারের বেশি। উত্তরপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে তা সাড়ে ৬ হাজারের কাছাকাছি।
দিল্লি ও পশ্চিমবঙ্গে মৃত্যু সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। প়াঞ্জাবে প্রায় ৪ হাজার ও গুজরাটে প্রাণহানি সাড়ে ৩ হাজার ছাড়িয়েছে। মধ্যপ্রদেশেও মৃত আড়াই হাজার ছাড়িয়েছে।
হরিয়ানা, জম্মু ও কাশ্মীর, ছত্তীসগঢ়, তেলেঙ্গানা, কেরালা, উড়িষ্যাতে মোট মৃত্যু ১ হাজারের বেশি। দেশটির বাকি রাজ্যেগুলোতে মোট মৃত্যু ১ হাজারের কম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া