মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

ভারতে ৫ শিশুকে যৌন নিপীড়নের দায়ে প্রধান শিক্ষক গ্রেফতার

ভারতের দক্ষিণাঞ্চলের তেলাঙ্গানা রাজ্যে যৌন নিপীড়নের দায়ে ডোডা সুনীল (৪০) নামে একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে আটক করেছে পুলিশ। ওই শিক্ষকের বিরুদ্ধে অন্তত পাঁচজন ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ আছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী পাঁচ ছাত্রীর বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে।

জানা গেছে, ভুক্তভোগীদের মধ্যে এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে চিকিৎসাও দেওয়া হয়। ওই ছাত্রী তার মাকে শিক্ষকের ব্যাপারে পুরো ঘটনা খুলে বলার পর বিষয়টি জানাজানি হয়। পরে ওই ছাত্রীর পরিবার পুলিশের কাছে গেলে ঘটনা আরও জটিল আকার ধারণ করে। জানা যায়, আরও চারজন ছাত্রী ওই শিক্ষকের হাতে নিপীড়নের শিকার হয়েছে।

পুলিশ কর্মকর্তা সুনীল দত্ত বলেন, নাবালিকা ছাত্রীদের নিপীড়নের দায়ে প্রধান শিক্ষককে আটক করা হয়েছে এবং এ বিষয়ে একজন ছাত্রীর বাবা অভিযোগ দায়ের করেছেন। তদন্তে আরও চারজন ভুক্তভোগীকে আমরা খুঁজে পেয়েছি।

ভুক্তভোগীরা জানিয়েছে, বিদ্যালয়েই তাদের সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন ওই শিক্ষক। ছাত্রীদের ভয় দেখিয়ে চুপ থাকতে বাধ্য করেছিলেন ডোডা সুনীল। এ ঘটনায় গত বুধবার তাকে আটক করা হয়।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img