বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

গঠন করা হয়েছে ‘ঢাকাস্থ ফেনী জেলা উলামা পরিষদ’

রাজধানীতে অবস্থানরত ফেনীর আলেমদের নিয়ে ‘ঢাকাস্থ ফেনী জেলা উলামা পরিষদ’ গঠন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বাদ মাগরিব রাজধানীর মতিঝিলস্থ হোটেল রাহমানিয়া রুপটপ রেস্টুরেন্টে মতবিনিময় অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির পথচলা শুরু হয়।

এতে ঢাকাস্থ ফেনীর বিশিষ্ট উলামায়ে কেরাম অংশ নেন। মতবিনিময় অনুষ্ঠানে আলেমরা বলেন, এধরণের প্রোগ্রাম সমকালীন প্রেক্ষাপটে অনেক জরুরি ছিল। এই অনুষ্ঠান ঢাকায় অবস্থানরত ফেনী জেলার উলামায়ে কেরামের আস্থা ও ভালোবাসার জায়গায় পরিণত হয়েছে। এর ধারাবাহিকতা থাকলে সবার সম্পর্ক, সম্প্রতি ও ভালোবাসা বেড়ে যাবে।

অনুষ্ঠানের সভাপতি মুফতী আমিমুল ইহসান স্বাগত ভাষণে উপস্থিত ওলামায়ে কেরামকে মুবারকবাদ জানিয়ে বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে ঢাকাস্থ ফেনী জেলার ওলামায়ে কেরামকে সংঘবদ্ধ করা। ফেনী জেলার প্রতিটি ঘরে ঘরে সহিহ আকিদা ও ইলমে নববীর দাওয়াত পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করবে এ ফোরাম।

‘ঢাকাস্থ ফেনী জেলা উলামা পরিষদ’ এর এই মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এ্যলিফ্যন্ট রোড মারভেলার্স কম্পিউটারের স্বত্বাধিকারী মাওলানা নোমান সিকদার, মুফতী সাঈদ আহমদ রহ (লালপোল) -এর সাহেবজাদা ও নর্দা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী তাহের সাঈদ, ধুমসাদ্দা রশিদিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল কাইয়ুম সুহাইল (অতিথি), রাজনীতিবিদ মাওলানা এনামুল হক মুসা, মুফতী আজিজ উল্লাহ,মাওলানা সাখাওয়াত হোসাইন সাকী ( নুরপুর), ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সেক্রেটারী জেনারেল মাওলানা নুরুল করিম আকরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুর রহিম বিপ্লবী, মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া, মাওলানা হাবীব উল্লাহ মাক্কী, ইসলমিয়া কুতুবখানা ঢাকার পরিচালক মাওলানা মাহমুদ হাসান কাসেমী, ইসলামিয়া কুতুবখানার এমডি মাওলানা কামরুল হাসান, মাওলানা উমর ফারুক মাসুম, মাওলানা আতাউল করিম আশরাফ, কামরুল ইসলাম মাসুম, মাওলানা ইউনুস ইদরীস।

অনুষ্ঠান বাস্তবায়ন উপকমিটির মধ্যে উপস্থিত ছিলেন রাহনুমা নিউজ ডটকম এর সম্পাদক মুফতি যোবায়ের গনী, জিয়ারা ট্রাভেলসের প্রোপ্রাইটর মাওলানা জাকারিয়া ইদরীস, পূর্বাচল ইষ্ট উড হাউজিংয়ের এক্সিকিউটিভ ম্যানেজার মুফতী মাহমুদুল হাসান, তানজুম কনসালট্যান্টেসির সৌদি দূতাবাসের ভিসা কনসালট্যান্ট মাওলানা হাবিব উল্লাহ মুসাফির, নয়াবাজার মাদানী ট্রেডার্সের প্রোপ্রাইটর মাওলানা জোবায়ের হোসাইন, তাজকিয়া ট্রাভেলসের এমডি মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা হাসান বিন মুমিন প্রমুখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img