বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

পৌর নির্বাচনেও হাতপাখার প্রার্থীদের উপর সন্ত্রাসী হামলা হয়েছে : মাওলানা ইউনুছ আহমাদ

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পৌরসভা নির্বাচন অংশগ্রহণমূলক হয়নি, যা দেশের মিডিয়াগুলোতে এসেছে।

তিনি বলেন, পৌরসভার নির্বাচনেও সীমাহীন কারচুপি, ভয়ভীতি প্রদর্শণ এবং ইভিএমে হাতের ছাপ রেখে ভোটারদের বের করে দেয়া হয়েছে। বিরোধী দলের এজেন্টদের বের করে দেয়া হয়েছে। নির্বাচন একপেশে হয়েছে, লেভেলপ্লেয়িং ফিল্ড তৈরি করতে ইসি চরমভাবে ব্যর্থ হয়েছে।

আজ এক বিবৃতিতে তিনি বলেন, বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শণ করে এমনসব তথ্য পেয়েছেন হাতপাখার মেয়র প্রার্থীগণ। কাজেই এ নির্বাচনকে অংশগ্রহণমূলক বলার অবকাশ নেই। একতরফা নির্বাচন কখনো কারো কাম্য নয়।

তিনি বলেন, রাঙ্গামাটি পৌরসভার হাতপাখার প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা ও শারীরিকভাবে নাজেহাল করে টাকা পয়সা ও মনোনয়ণপত্র ছিনিয়ে নিয়েছে।

তিনি বলেন, ঘটনার দুই-তিনদিন গত হয়ে গেলেও এখন পর্যন্ত কোন সন্ত্রাসীকে গ্রেফতার করতে পারেনি সরকার। এভাবে ভয়ভীতি প্রদর্শণ, হামলা-মামলা করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। তিনি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে ঢেলে সাজানোর আহ্বান জানান।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img