ভারতের পশ্চিমবঙ্গে কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এমপি বলেছেন, ভারতবর্ষ আজকে যাদের হাতে রয়েছে তাদের হাতে মানুষ আজ নিরাপদ নয়। নিরাপদ নয় এ কারণে যে, তারা বলে, এ ভারতবর্ষে সকলের অধিকার সমান নয়।
শনিবার (১৬ জানুয়ারি) ভাঙড়ে এক জনসমাবেশের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, ভারতে যখন কংগ্রেস সরকার ক্ষমতায় ছিল তখন ভারতবাসীর মধ্যে অনিশ্চয়তা ছিল না। নিরাপত্তাহীনতার ভাবনা ছিল না। মানুষের মধ্যে আমরা ভারতীয় কী অ-ভারতীয় এ নিয়ে কোনও বিতর্ক কোনও আলোচনা ছিল না। এই ভারতবর্ষ হিন্দুদের রাষ্ট্র না মুসলিমদের রাষ্ট্র এনিয়ে কোনও তর্ক ছিল না। এ ভারতবর্ষে মন্দির ভেঙে মসজিদ করব, না মসজিদ ভেঙে মন্দির করব তা নিয়ে কোনও বিতর্ক ছিল না।
তিনি বলেন, স্বাধীনতা অর্জনের পরে, কংগ্রেস ক্ষমতায় আসার পরে ভারতবর্ষের সংবিধান রচিত হয়েছিল। ভারতে সব ধর্মের মানুষের সমানাধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। এভাবে ভারতবর্ষ এগোচ্ছিল। আচমকা ২০১৪ সাল থেকে তো এ দেশের পরিবর্তন হয়নি। এ দেশের উন্নয়ন শুরু হয়েছিল স্বাধীনতার পর থেকে, যখন আমরা দেশ পরিচালনার অধিকার পেয়েছিলাম।