বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

আমেরিকায় ফ্লাইট থেকে অন্যায়ভাবে নামিয়ে দেয়া হল মুসলিম নারীকে

আমেরিকার নিউ জার্সিতে একজন মুসলিম অ্যাক্টিভিস্ট নারীকে ফ্লাইট থেকে নামিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।

আমানি আল খাতাতবেহ নামের ওই নারী নিজেই টুইট বার্তায় এমন অভিযোগ করেছেন।

এরপর তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

জানা গেছে, শনিবার ফ্লাইটে প্রবেশের ঠিক আগে নিয়ম না মেনে একজন শ্বেতাঙ্গ পুরুষ যাত্রী চেকপয়েন্টের লাইনে দাঁড়িয়ে পড়েন। এর প্রতিবাদ করেন আমানি। পরে ওই ব্যক্তি অভিযোগ জানালে আমানিকে আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থেকে নামিয়ে দেওয়া হয়।

এক টুইট বার্তায় আমানি বলেন, একজন মুসলিম নারী হিসেবে ফ্লাইটে উঠলে অনেক মানুষের সমস্যা হয়, এটা অবিশ্বাস্য।

আমানিকে নামিয়ে দেয়ার ঘটনায় তদন্ত করা হচ্ছে বলে মার্কিন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img