বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

গাজ্জায় খুব শিগগিরই সেনা ঢুকবে: ইসরাইল

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) প্রধান জানিয়েছেন, খুব শিগগিরই গাজ্জায় প্রবেশ করবে এবং হামাসকে ধ্বংস করবে তারা।

রোববার (১৫ অক্টোবর) যুদ্ধের সম্মুখভাগে সেনাদের সঙ্গে দেখা করতে যান আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হেরজি হালেভি। সেখানে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।

জেনারেল হেরজি হালেভি সেনাদের উদ্দেশ্যে বলেন, আমাদের দায়িত্ব হলো এখন গাজ্জায় প্রবেশ করা। সেখানে যাওয়া যেখানে হামাস প্রস্তুতি নিচ্ছে, কাজ করছে, পরিকল্পনা করছে এবং (রকেট) ছুড়ছে। তাদের সব দিক দিয়ে হামলা করুন, প্রত্যেক কমান্ডার, প্রত্যেক সদস্য এবং সবাইকে ধ্বংস করুন।

হামাসের উপর হামলা চালাতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকার সীমান্ত প্রাচীরের কাছে অবস্থান নিয়েছে ইসরাইলী বাহিনীর শত শত ট্যাংক।

শনিবার (১৪ অক্টোবর) গাজ্জায় অব্যাহত বিমান হামলার মধ্যেই ট্যাংকগুলো গাজ্জার কাছে নিয়ে আসা শুরু হয়। আশঙ্কা করা হচ্ছে— যে কোনো সময় ইসরাইলের স্থল অভিযান শুরু হতে পারে।

সূত্র: টাইমস অব ইসরাইল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img