বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪

সিরিয়ায় আরো একটি নতুন সামরিক ঘাঁটি করছে আমেরিকা

সিরিয়ার তেল সমৃদ্ধ উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশে আরো একটি নতুন সামরিক ঘাঁটি তৈরি করছে আমেরিকা। সিরিয়ার তেল সম্পদ কব্জা করার পরিকল্পনা থেকে আমরিকা এই পদক্ষেপ নিয়েছে।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে রাশিয়ার স্পুৎনিক বার্তা সংস্থার আরবি বিভাগ জানিয়েছে, সিরিয়ার বিশাল বাদিয়া মরুভূমিতে এই সামরিক ঘাঁটি প্রতিষ্ঠা করা হচ্ছে। কয়েকদিন আগেই সেখানে নির্মাণ সামগ্রী নেয়া হয়েছে। সূত্রগুলো বলছে, ওই সামরিক ঘাঁটির রসদ সরবরাহ যাতে নিরাপদ করা যায় সেজন্য সেখানে সবার আগে বিমান ওঠানামার জন্য রানওয়ে তৈরি করা হচ্ছে।

স্থানীয় সূত্রগুলো আরো জানিয়েছে, ঘাঁটির নিরাপত্তা রক্ষার জন্য সেখানে কথিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ গেরিলাদেরও মোতায়েন করা হয়েছে। কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ-কে পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে আমেরিকা।

নতুন এ ঘাঁটি নির্মিত হলে দেইর আয-যোর প্রদেশে আমেরিকার চারটি সামরিক ঘাঁটি হবে। এর প্রতিটি ঘাঁটিই সিরিয়ার তেল ও গ্যাসক্ষেত্রের কাছে প্রতিষ্ঠিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই বলেছেন, শুধুমাত্র সিরিয়ার তেল সম্পদের জন্য সেখানে মার্কিন সেনা মোতায়েন করা রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img