ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি ব্রিগেডের ওপর “বিজয়” অর্জনের বিষয়ে সম্প্রতি ইহুদীবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের দখলদার বাহিনী যে দাবি করেছে তা জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন ইহুদিবাদী ইসরাইলের সংসদ নেসেটের একজন সদস্য।
বৃহস্পতিবার ইসরাইলি বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেন, ইসরাইলি সেনারা হামাসের রাফাহ ব্রিগেডকে “পরাজিত” করেছে এবং ২৩০০’র বেশি যোদ্ধাকে হত্যা করেছে। পাশাপাশি প্রতিরোধ যোদ্ধাদের ব্যবহৃত ১৩ কিলোমিটারের বেশি টানেল ধ্বংস করেছে। হ্যাগারির এই দাবি নেসেট সদস্য ওহাদ তাল প্রত্যাখ্যান করেন।
তিনি এক্স পেইজে দেয়া এক পোস্টে বলেছেন, “আমি এভাবে চলতে পারব না।” তিনি লিখেছেন, “হ্যাগারি নিতান্তই সত্য বলছেন না। আমি নিরাপত্তা সূত্রগুলো থেকে সারসংক্ষেপ শুনি এবং বিভিন্ন সামরিক সূত্রের সাথে আমার যোগাযোগ আছে। আমি তাদের কাছ থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র পেয়েছি।”
ওহাদ তাল বলেন, “এমনকি যদি মুখপাত্রের দেয়া সংখ্যা সঠিক হয় তাহলেও হামাস রাফায় তার শক্তির প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ ধরে রেখেছে।”
তিনি বলেন, গাজ্জা উপত্যকায় হামাসের সহযোগী সংগঠন ইসলামী জিহাদ আন্দোলনের এখনো “হাজার হাজার” যোদ্ধা রয়েছে।
সূত্র : পার্সটুডে