বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

জানুয়ারির আগেই ইমরান খানের ‘পতন’ ঘটাতে চায় মুসলিম লীগ

গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জানুয়ারির আগেই ইমরান খান সরকারকে ঘরে পাঠিয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এর ভাইস প্রেসিডেন্ট মারিয়াম নওয়াজ।

দেশটির একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মারিয়াম নওয়াজ বলেন, নওয়াজ শরিফের পক্ষ নিয়ে জনগণ ‘অযোগ্য ও অক্ষম’ প্রধানমন্ত্রীর পতন ঘটাবে। জনগণের লড়াইয়ের মুখে ইমরান খানের সরকার টিকতে পারবে না

এদিকে ১৬ অক্টোবর পাঞ্জাবের গুজরানওয়ালাতে সমাবেশের ডাক দিয়েছে পিএমএল-এন। দলটির তথ্য সম্পাদক মরিয়ম আওরঙ্গজেব জানান, পুরো শহরের মানুষ সমাবেশটিতে অংশ নেবে। তিনি বলেন, ‘ইমরান খান সরকারের ক্ষমতা নেই এ সমাবেশে বাধা দেওয়ার।

এদিকে নওয়াজ শরিফ, মারিয়াম নওয়াজসহ দলের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে পাকিস্তানের পুলিশ। সেনাবাহিনী নিয়ে মন্তব্য করায় গত সপ্তাহে লাহোরের একটি পুলিশ স্টেশনে পিএমএল-এন দলের ৪৪ নেতার বিরুদ্ধে এই মামলা দায়ের হয় বলে জানায় ডন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img