বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

শহীদ আবরার ফাহাদ হত্যা: ৭ম দিনের মতো সাক্ষ্যগ্রহণ আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটর শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদ হত্যা মামলায় টানা ৭ম দিনের সাক্ষ্য গ্রহণ করা হবে।

আজ মঙ্গলবার সাক্ষ্য দিবেন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছিন আহসান চৌধুরী।

আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ২৫ আসামির ২২জনকে কাশিমপুর কারাগার থেকে আদালতে আনা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ই সেপ্টেম্বর ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। এর মধ্যে তিনজন পলাতক, আর ২২ আসামি কারাগারে। ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে ২০১৯ সালের ৬ই অক্টোবর রাতে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করে বুয়েট শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় নিহতের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img