জরুরী সেবা ও সড়ক নিরাপত্তার লক্ষ্যে পুলিশে মোটরসাইকেল ইউনিট যুক্ত করলো ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান।
সোমবার (১৩ জানুয়ারি) স্বররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে একথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জরুরী সেবা ও সড়ক নিরাপত্তার লক্ষ্যে গজনী প্রদেশে মোটরসাইকেল বিশিষ্ট পুলিশের নতুন ইউনিট প্রতিষ্ঠা করা হয়েছে। এই ইউনিটের কাজ হবে কাবুল-কান্দাহার মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করা, একে যানজটমুক্ত রাখা, যেকোনো ধরণের দুর্ঘটনা ও স্থানীয়দের বিশেষ সমস্যা সমাধানে জরুরী সেবা প্রদান।
অপরদিকে প্রাদেশিক পুলিশ প্রধান মাওলানা মুহাম্মদ আলম রব্বানী গজনীর জনগণের সেবার অঙ্গীকারের প্রতি জোর দিয়ে বলেন, “নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব আমাদের এবং আমাদেরকেই তা নিশ্চিত করতে হবে। আমরা কাউকে সমাজের শান্তি বিঘ্নিত করতে দিবো না।”
এছাড়া গজনীর হাইওয়ে ডিভিশন কমান্ডার মাওলানা শামসুদ্দীন আমির বলেন, মোটরসাইকেল ইউনিটের কারণে দ্রুততম সময়ে জরুরী পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। বিশেষত, যানজট, সড়ক দুর্ঘটনা ও অন্যান্য বিষয়ে দ্রুত কার্যকরী ভূমিকা রাখা যাবে।
সূত্র: বাখতার