বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

উত্তর গাজ্জায় ইসরাইলের ৫ সেনা নিহত; আহত ১০

উত্তর গাজ্জায় ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৫ সেনা নিহত ও ১০ সেনা আহত হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) ইসরাইলের সামরিক বাহিনীর (আইডিএফ) বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে টাইমস অব ইসরাইল জানায়, গতকাল গাজ্জা উপত্যকায় যেসব সেনা হতাহত হয়েছে তারা সবাই নাহল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটের সদস্য। এর মধ্যে একজন ক্যাপ্টেন পদমর্যাদার কর্মকর্তা রয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী বলেছে, প্রাথমিক তদন্ত শেষে নিহত ৫ সেনার পরিবারকে তাদের মৃত্যুর কথা জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গতকাল সকালে উত্তর গাজ্জার বেইত হানুন এলাকায় অভিযান পরিচালনা করতে গেলে এসব সেনা মারা যায়। এর আগে গত শনিবার গাজ্জার বেইত হানুন এলাকায় ইসরাইলের চার সেনা নিহত ও ছয় সেনা আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর ছিল।

উল্লেখ্য, সম্প্রতি পাঁচ সেনা নিহত হওয়ার মধ্য দিয়ে গাজ্জা উপত্যকায় এখন পর্যন্ত ৪০৭ জন ইসরাইলি সেনা নিহ হয়েছে বলে ইসরাইলি গণমাধ্যামে দাবি করা হচ্ছে। তবে হামাস বলছে, ইসরাইলি সেনাদের নিহতের সংখ্যা এর চেয়ে বেশি।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img