বুধবার, জানুয়ারি ১৫, ২০২৫

আরও ভয়াবহ রূপ নিতে পারে লস অ্যাঞ্জেলসের দাবালন

লস অ্যাঞ্জেলসে চলমান দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে। দমকা বাতাসের গতি বাড়লে দাবানল আরও ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া অধিদপ্তর।

লস অ্যাঞ্জেলসে বর্তমানে তিনটি বড় দাবানল চলছে। এর মধ্যে পালিসেডস দাবানল সবচেয়ে ভয়াবহ। সেখানে ২৩ হাজার একরের বেশি এলাকা পুড়ে গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) পর্যন্ত মাত্র ১৪ শতাংশ নিয়ন্ত্রণে আনা গেছে।

লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন বাস বলেছেন, মঙ্গলবার ঝড়ের মতো বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময়, দাবানলের মধ্যে লুটপাটের অভিযোগে নয়জন এবং অগ্নিসংযোগের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া, ক্ষতিগ্রস্তরা সাউদার্ন ক্যালিফোর্নিয়া এডিসন কোম্পানির বিরুদ্ধে মামলা করেছেন। তাদের অভিযোগ, বাতাসের সতর্কতা সত্ত্বেও কোম্পানি বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করেনি।

এখন পর্যন্ত দাবানলে ২৪ জন মারা গেছে এবং ২৩ জন নিখোঁজ রয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img