অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় দীর্ঘ দেড় বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর, অনুশোচনার ছায়া নেমে এসেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের সেনাদের অন্তরে। ইসরাইলের সৈন্যরা ক্রমশ উপলব্ধি করতে শুরু করেছেন যে, তাদের পদক্ষেপ শুধু নৈতিক সীমা অতিক্রম করেনি, বরং মানবতার বিরুদ্ধেও এক গভীর আঘাত হেনেছে।
অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) বার্তা সংস্থাকে দেওয়া এক হৃদয়স্পর্শী সাক্ষাৎকারে বেশ কয়েকজন ইসরায়েলি সৈনিক তাদের অভিজ্ঞতা ও উপলব্ধির কথা জানান। তারা স্পষ্ট করে বলেন, যদি সরকার গাজ্জায় যুদ্ধবিরতির জন্য দ্রুত কোনো সমঝোতা না করে, তবে তারা আর অস্ত্র তুলবেন না।
ইতোমধ্যেই ২০০ জন সেনা একটি চিঠিতে স্বাক্ষর করেছেন, যারা গাজ্জায় চলমান সংঘাতে অংশ নিচ্ছেন। এই চিঠিতে তারা প্রতিজ্ঞা করেছেন, যুদ্ধবিরতি চুক্তি না হলে তারা লড়াই থেকে সরে দাঁড়াবেন।
সৈনিকদের ভাষ্যে উঠে এসেছে অশান্ত দিনের স্মৃতি। তারা বলেছেন, এই সংঘাতে তারা এমন দৃশ্য প্রত্যক্ষ করেছেন, এমন কাজ করেছেন, যা তাদের বিবেককে আজও পোড়াচ্ছে। তারা অনুভব করছেন, গাজায় ঘটে চলা এই অমানবিকতার প্রতিবাদ করা এখন তাদের নৈতিক দায়িত্ব।
ইসরায়েলি সৈনিকরা একত্রে স্বীকার করছেন, এটি শুধু গাজা নয়, বরং পুরো অঞ্চলের জন্য এক গভীর সংকটের সূচনা। তারা আশা করছেন, তাদের প্রতিবাদের মশাল অন্য সৈনিকদেরও জাগিয়ে তুলবে এবং এই মানবিক উদ্যোগে আরও অনেকে শামিল হবেন।
সূত্র: এপি