বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪

জাতিসংঘে আগামী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ইসরাইল পন্থী নারীকে নিয়োগ দিল ট্রাম্প

জাতিসংঘে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী রাষ্টদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে রিপাবলিকান পার্টির প্রতিনিধি পরিষদের নেত্রী এলিস স্টেফানিককে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক নিয়োগকৃত এই নারী কর্মকর্তা ইহুদিবাদী পক্ষপাতিত্বের কারণে বেশ সুপরিচিত। সিনেটের সমর্থন পেলে জাতিসংঘে ওয়াশিংটনের দূত হিসেবে আগামীতে তিনিই দায়িত্ব পালন করবেন।

সোমবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, “সভাপত্নী এলিস স্টেফানিককে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে আমার কেবিনেটে সেবার সুযোগ দিতে পেরে আমি সম্মানিত। এলিস অবিশ্বাস্যভাবে দৃঢ়, অদম্য এবং আমেরিকার একজন প্রথম শ্রেণীর বুদ্ধিমান যোদ্ধা।”

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকধারী এই নারী পূর্বে ছিলেন একজন মধ্যপন্থী রিপাবলিকান। তবে এমএজিএ (মেইক আমেরিকা গ্রেট এগেইন) আন্দোলনে যোগদানের পর থেকে ট্রাম্পের মিত্রদের মধ্যে একজন উদীয়মান তারকা হয়ে উঠেছেন ফিলিস্তিনিদের অধিকার হরণ করে ইসরাইলের পক্ষ নেওয়ার ক্ষেত্রে তার একাধিক বক্তব্য রয়েছে।

গত সপ্তাহে, ফিলিস্তিনি শরনার্থীদের জন্য কাজ করা জাতিসংঘের শ্রম ও কর্মসংস্থান সংস্থাকে (ইউএনআরডাব্লিউএ) ‘হামাসের অনুপ্রবিষ্ট’ হিসেবে অভিযুক্ত করেছেন এলিস। ইসরাইলি পার্লামেন্টে এই সংস্থাটিকে নিষিদ্ধ করে আইন পাশ করার পরপরই এই ঘোষণা আসে তার কাছ থেকে। ইসরাইলকে অনুসরণ করে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন, তারা যেন সংস্থাটিকে আর কোন অর্থ প্রদান না করে। সাধারণত ইউএনআরডাব্লিউএ মধ্যপ্রাচ্য জুড়ে লাখ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি জনগণকে অতিব গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে থাকে।

এখানেই শেষ নয়। পশ্চিম তীরে ইসরাইলি দখলদারিত্বের পক্ষেও সাফাই গাইতে দেখা গিয়েছে তাকে। পশ্চিম তীর এলাকাটি ইসরাইলি কতৃক অবৈধভাবে দখল করা হয়েছে বলে ঘোষণা করেছে জাতিসংঘ। জাতিসংঘের এমন ঘোষণাকে বিদ্রুপের সাথে বিরোধীতা করেছেন তিনি।

উল্লেখ্য, সিনেটের সহকর্মীদের সমর্থন পাওয়ার আশায় আছেন এলিস। কারণ, আনুষ্ঠানিকভাবে এ পদে নিয়োগ পেতে হলে সিনেটরদের সর্বোচ্চ ভোট পেতে হবে তাকে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img