গাজ্জায় নিরিহ মানুষকে হত্যা করতে গিয়ে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের ৪ সেনা নিহত হয়েছে। এ নিয়ে ইসরাইলি সেনাদের নিহতের সংখ্যা ৩৭৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনী তাদের চার সেনা নিহত হয়েছে বলে স্বীকার করেছে।
নিহত চার ইসরাইলি সেনারা হলেন, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের যুদ্ধ চিকিৎসক স্টাফ সার্জেন্ট ওর কাৎজ (২০), কেফির ব্রিগেডের সৈনিক নেভ ইয়ার আসুলিন (২১, কেফির ব্রিগেডের ৯২তম ব্যাটালিয়নের সৈনিক গ্যারি লালরুয়াকিমা জোলাট (২১) এবং কেফির ব্রিগেডের সৈনিক ওফির এলিয়াহু (২০)।
সূত্র: টাইমস অব ইসরাইল