বৃহস্পতিবার, ডিসেম্বর ৫, ২০২৪

বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো উচিত হয়নি : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি নামানো উচিত হয়নি।

মঙ্গলবার (১২ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রজভী বলেন, খন্দকার মোশতাকও তার (শেখ মুজিব) ছবি নামিয়েছিলেন আর জিয়াউর রহমান আবার টাঙিয়েছিলেন সেই ছবি।

উল্লেখ্য, গত ৫ আগষ্ট ছাত্র-জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শাসক হাসিনা। কিন্তু তার পালানোর তিন মাস পার হয়ে গেলেও বঙ্গভবনে টাঙানো ছিল মুজিবের ছবি। এ নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। পরে অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পরদিনই মাহফুজ আলম মুজিবের ছবি নামিয়ে ফেলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img