ইনসাফ | সোহেল আহম্মেদ
যুদ্ধবিরতি সত্ত্বেও আজারবাইজানের দ্বিতীয় বৃহত্তম শহর গঞ্জায় আর্মেনিয়ার হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক।
রোববার (১১ অক্টোবর) তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
এতে বলা হয়েছে, যুদ্ধবিরতি সত্ত্বেও আজারবাইজানে আর্মিনিয়ান হামলার ঘটনা দু-দেশের সংঘাতকে আরো ছড়িয়ে দেওয়ার জন্য উস্কানির একটি নতুন উদাহরণ। বেসামরিক নাগরিকদের উপর এই হামলা চালিয়ে আর্মেনিয়া বুঝাতে চাচ্ছে
যে, আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনে তাদের কোন সমস্যা নেই এবং যুদ্ধবিরতি কী তা তারা বুঝেনা।
এছাড়াও বিবৃতিতে এ হামলাকে দখলদার এবং আক্রমণাত্মক মানসিকতার স্পষ্ট প্রতিচ্ছবি বলে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়কে আর্মিনিয়ার অনাচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) যুদ্ধ বিরতিতে সম্মত হওয়ার পর রবিবার তা লঙ্ঘন করে আর্মিনিয়ান বাহিনী আজারবাইজানে শহর গঞ্জার একটি এপার্টম্যান্টকে লক্ষ্য করে হামলা চালায়। এতে কমপক্ষে নয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
সূত্র: ইয়েনি সাফাক