বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০২৪

ফেইসবুকে সমালোচনা নয়, পরামর্শ দিয়ে সহযোগিতা করুন : আ ফ ম খালিদ

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,আমি মানুষ। কাজ করতে গিয়ে ভুল হতে পারে। ফেসবুকে সমালোচনা না করে আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করুন। সংশোধনমূলক চিঠি লিখুন অথবা আমার সহকারীদের কাছে বার্তা পৌঁছান!

বুধবার (১১ সেপ্টেম্বর) চট্টগ্রাম দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দারুল হাদিসে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কওমী সনদের বাস্তবায়নে আপনারা আওয়াজ তুলুন আমি ভেতর থেকে কাজ করবো। সহযোগিতা করবো!হজ্জের খরচ কমাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। সবকিছু আমাদের হাতে নেই। সৌদি কর্তৃক নির্ধারিত ফি অনেক বেশি হওয়ায় আমরা হয়তো লাখখানেক খরচ কমাতে পারবো।

হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলীল আহমদ কাসেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদরাসার শায়খুল হাদীস মাওলানা শায়খ আহমদ,নায়েবে মুহতামিম মাওলানা শোয়াইব জমিরী ও নাজিরহাট মাদরাসার মুহতামিম মুফতী হাবিবুর রহমান কাসেমীসহ হাটহাজারী মাদরাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন।
মাহবুবুল

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img