বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি বন্ধ; ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ রুপিতে

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধের পর থেকে দেশটিতে হু হু করে বাড়ছে ইলিশের দাম। ১ কেজির ইলিশ বিক্রি হচ্ছে ৩০০০ রুপিতে, যা আগে বিক্রি হতো ১২০০ থেকে ১৫০০ রুপিতে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) টাইমস অব ইন্ডিয়া এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়, দুর্গাপূজাকে ঘিরে ভারতে বাড়ে পদ্মার ইলিশের চাহিদা। আর এই সময়ে রপ্তানি বন্ধ থাকায় বাড়ছে ইলিশের দাম। ভারতের রাজধানীতে এক কেজি পদ্মার ইলিশ বিক্রি হচ্ছে তিন হাজার রুপি বা প্রায় সাড়ে চার হাজার টাকা। অঞ্চল বেধে আবার প্রতি কেজি ইলিশের দাম বাড়ছে ৪ হাজার রুপি পর্যন্ত।

দিল্লির সিআর পার্ক মার্কেট-১ এর এক মাছবিক্রেতা জানান, তিনি এবং আরও অনেকে অবৈধভাবে ইলিশ এনে প্রতি কেজি তিন হাজার রুপিতে বিক্রি করছেন।

কলকাতার বিখ্যাত গড়িয়াহাট বাজারের একজন পাইকারি মাছবিক্রেতা নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, গোপন চ্যানেলে অবৈধভাবে মাছ ভারতে আসছে। এখন চাহিদার কারণে দাম একটু বেশিই হয়েছে। উৎসব শেষ হলে এক মাস পরে দাম কমবে বলেও জানান তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img