ইনসাফ | নাবিল আব্দুল্লাহ
পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া মাওলানা ডক্টর আদিল খানের শহীদ হওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, ঘটনাটি ছিলো অত্যন্ত নিন্দনীয়। অপরাধীদেরকে পাকড়াও করতে সিভিল প্রশাসনকে পূর্ণ সমর্থন দেওয়া হবে।
১০ অক্টোবর আততায়ী কর্তৃক পাকিস্তানের প্রখ্যাত আলেম ড. আদিল খানের হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া স্বরূপ এ মন্তব্য করেন পাক-সেনাপ্রধান বাজওয়া।
বাজওয়া আরো বলেন, দেশকে অস্থিতিশীল করতেই শত্রুরা এমন ষড়যন্ত্রমূলক হত্যাকাণ্ড ঘটিয়েছে। দলগত বিরোধ তৈরি করতে এটি আন্তর্জাতিক ষড়যন্ত্র।
উল্লেখ্য যে, করাচির শাহ ফয়সাল এলাকায় কিছু অজ্ঞাত ব্যক্তিরা গাড়িতে গুলি চালিয়ে জামেয়া ফারুকিয়ার মুহতামীম মাওলানা আদিল খান সাহেবকে চালকসহ হত্যা করে। হাসপাতাল-সূত্রে জানা গেছে যে, মাওলানা আদিল খান সাহেবকে হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি মৃত্যু বরণ করেন। তিনি ঘাড়ে ও পেটে গুলিবিদ্ধ হন। জীবিতদের মধ্যে মাওলানা মুফতি মুহাম্মদ আনাস আদিল, মাওলানা উমায়ের, মাওলানা জুবায়ের, মাওলানা হাসান, এক কন্যা ও স্ত্রী এবং দুই ভাই মাওলানা ওবায়দুল্লাহ খালিদ ও আবদুল রেহমান অন্তর্ভুক্ত রয়েছেন।