বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট প্রতিকূল পরিস্থিতির মধ্যেই শুরু হলো জাতীয় সংসদের বাজেট অধিবেশন।
আজ বুধবার (১০ জুন) বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়। বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করা হবে।
বাংলাদেশসহ বিশ্বজুড়ে করোনা ভাইরাসের (কোভিড-১৯) কারণে জনজীবন বিপন্ন। এ পরিস্থিতি সত্ত্বেও বাধ্যতামূলক সংসদের বাজেট অনুষ্ঠিত যাচ্ছে।
প্রতি বছর জুনে আগামী নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয় এবং সংসদ সদস্যদের আলোচনায় অংশ নেওয়ার মাধ্যমে ৩০ জুন জাতীয় বাজেট পাস হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে এবং ব্যতিক্রম বেশকিছু বিধিনিষেধ অনুসরণ অনুষ্ঠিত হচ্ছে এ বাজেট। এ অধিবেশনে সংবাদ সংগ্রহের জন্য সাংবাদিক প্রবেশের অনুমতি দেওয়া হয়নি।
অধিবেশনের শুরুতে জাতীয় সংসদ সদস্যসহ দেশি-বিদেশি বিভিন্ন বরেণ্য ব্যক্তির মৃত্যুতে শোক প্রস্তাব উপস্থাপন করা হয়। এর পর হাবিবুর রহমান মোল্লার শোক প্রস্তাবের ওপর আলোচনা শুরু হয়।