ভারত দখলকৃত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, উপত্যকার যুবকরা কোনও কর্মসংস্থান পাননি। সেজন্য এখন তাদের সামনে অস্ত্র তুলে নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই।
সোমবার (৯ নভেম্বর) এ তিনি এসব কথা বলেন।
মেহেবুবা বলেন, কাশ্মীর থেকে ৩৭০ ধারা অপসারণের পরে বিজেপি সরকার কাশ্মীরের চেয়েও জম্মুর পরিস্থিতি আরও বেশি খারাপ করে দিয়েছে। জম্মু-কাশ্মীর ও লাদাখের মানুষের কর্মসংস্থান ও জমির অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। এখানকার সম্পদ লুটের পাশাপাশি বিজেপি সরকার এখানকার মানুষের ভূমি, কর্মসংস্থান ছিনিয়ে নিচ্ছে।
তিনি বলেন, কাশ্মীরের যুবকদের হয় কারাগারে বন্দী করা হচ্ছে, অথবা বন্দুক তুলতে বাধ্য করা হচ্ছে। সরকার এমন পরিস্থিতি তৈরি করেছে যে যুবকদের কাছে কেবল বন্দুক তুলে নেওয়া বা কারাগারে যাওয়ার বিকল্প অবশিষ্ট আছে।
মেহেবুবা বলেন, বিজেপি কাশ্মীরের জমি বিক্রি করতে চায়। বাইরে থেকে লোকেরা এখানে এসে চাকরি করছে, তারা কাশ্মীরে চাকরি পাচ্ছে, কিন্তু আমাদের সন্তানরা চাকরি পাচ্ছে না।
সূত্র: পার্সটুডে