সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশ বোমা বিস্ফোরণে আমেরিকার অন্তত চার সেনা নিহত হয়েছে।
সিরিয়ার সুন্নি মুসলিম গণহত্যার খলনায়ক বাশার আল আসাদ সরকারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, হাসাকা-দেইর আয-যোর মহাসড়কের পাশে মারকাজে গ্রামের কাছে পেতে রাখা বোমা বিস্ফোরণে মার্কিন সেনাদের একটি গাড়ি উড়ে গেলে ওই চার সেনা নিহত হয়।
মার্কিন সেনারা তাদের দখলীকৃত আল-সাদ্দাদি এবং আল-ওমর ঘাঁটির মধ্যকার অঞ্চলে টহল দেওয়ার সময় এই হত্যাকাণ্ডের শিকার হয়। বিস্ফোরণের পরপরই মার্কিন সেনারা ওই এলাকা ঘিরে রাখে এবং সেখানে জঙ্গিবিমান ওড়াউড়ি করতে থাকে।