বাংলাদেশ খেলাফত মজলিসের ২০২১-২০২২ সেশনের জন্য নতুন আমীর হিসেবে মাওলানা ইসমাঈল নূরপুরীকে ও মহাসচিব হিসেবে মাওলানা মামুনুল হককে নির্বাচিত করা হয়েছে।
আজ শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর পুরানা পল্টনস্থ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে অনুষ্ঠিত দলটির ২০১৯-২০ সেশনের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে তাদেরকে মনোনিত করা হয়।
বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করীম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান।
মুফতী সাঈদ নূর, যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কুরবান আলী, মাওলানা আব্দুল আজীজ, মুফতী শরাফত হোসাইন।
সাংগঠনিক সম্পাদক মাওলানা জিএম মেহেরুল্লাহ, অফিস ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, সাংগঠনিক সম্পাদক মাওলানা এনামুল হক মূসা, মাওলানা আবুল হাসানাত জালালী, মাওলানা মুহাম্মদ ফয়সাল।
সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মাহবুবুল হক, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাওলানা শরীফ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা নিয়ামাতুল্লাহ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশীদ ভূঁইয়া, আন্তর্জাতিক সম্পাদক মাওলানা রেজাউল হক, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা হোসাইন হাবীবুর রহমান, মাওলানা আতাউর রহমান, মাওলানা মুশাহিদুর রহমান।
নির্বাহী সদস্য মুফতী হাবীবুর রহমান, মাওলানা এনামুল হক নূর, মাওলানা হোসাইন আহমদ, মুহাম্মদ শাহাবুদ্দীন, মুফতী হাসান মুরাদাবাদী, হাফেজ শহীদুর রহমান, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মাওলানা আব্দুন নূর, মুহাম্মদ আব্দুর রহীম, মাওলানা জসিম উদ্দীন, মাওলানা সামিউর রহমান মূসা, মাওলানা আনোয়ার আলী, মাওলানা রুহুল আমীন খান, মাওলানা রেজাউল করিম, মাওলানা সাব্বির আহমদ প্রমূখ।
শূরায় শাখা রিপোর্ট, কেন্দ্রীয় রিপোর্টসহ বিভিন্ন কর্মসূচি অর্ন্তভূক্ত ছিল। আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ইসলামের বিরুদ্ধে কটুক্তিকারীদের শাস্তি মৃত্যুদন্ডের বিধান পাশ, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, বিচার বহির্ভূত হত্যা বন্ধ, দেশে দেশে মুসলিম নির্যাতন বন্ধ, সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, ভাস্কর্যের নামে মূতি স্থাপন বন্ধ, ওয়াজ মাহফিল নিয়ে হয়রানি বন্ধ, আলেম-উলামাদের বিরুদ্ধে বিষদগার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, জাতীয় শিক্ষা ব্যবস্থায় ইসলামীয়াতে ১০০ নম্বরের পরীক্ষা রাখা, রোহিঙ্গাদের নিজ দেশে নাগরিকত্বসহ পুর্নবাসন ও খেলাফত প্রতিষ্ঠার আহবানসহ ১২ দফা প্রস্তাব পাশ করা হয়।