মঙ্গলবার, জানুয়ারি ১৪, ২০২৫

মুজিববর্ষের বিশেষ সংসদ অধিবেশন বসছে সন্ধ্যায়

একাদশ জাতীয় সংসদের বিশেষ অধিবেশন বসছে আজ সন্ধ্যা ৬টায়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষ-২০২০’ উপলক্ষে বিশেষ এই অধিবেশন আহবান করা হয়। এটি হবে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন।

গত মার্চ মাসে অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে তখন তা স্থগিত করা হয়। এই অধিবেশনের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধুর ওপর বিশেষ আলোচনা।

এর আগে গত ১০ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনা ভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে চলে নবম অধিবেশন।

সোমবার রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার মাধ্যমে শুরু হবে বিশেষ অধিবেশনের কার্যক্রম। আগের তিনটি অধিবেশনের মতো এবারও মহামারি করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে এই অধিবেশনের কার্যক্রম চলবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img