বুধবার, ডিসেম্বর ১১, ২০২৪

সিলেট নগরীতে আবারো তরুণীকে ধর্ষণের অভিযোগ, বিক্ষোভ

সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনার প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেপ্তার দাবিতে বুধবার মধ্যরাতে বাগবাড়ি এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত জনতার বিক্ষোভ অব্যাহত রয়েছে। কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলেও উপস্থিত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাগবাড়ি নুরীয়া মসজিদের পাশের বাসার এক তরুণীকে ধর্ষণ করা হয়। তবে তাৎক্ষনিকভাবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

এ ব্যাপারে কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, বাগবাড়ি এলাকার কিছু বাসিন্দা সড়কে বিক্ষোভ করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে ধর্ষণের কোনো অভিযেোাগ এখনও পাইনি।

গত ২৫ সেপ্টেম্বর সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে ধর্ষণের শিকার হন এক তরুণী। এ ঘটনায় ছাত্রলীগের ৮ নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে।

এমসি কলেজের ঘটনার পর থেকেই সারাদেশে ধর্ষণ বিরোধী আন্দোলন চলছে।

এরই মধ্যে নগরীর শামিমাবাদ, আখালিয়াসহ বিভিন্ন যায়াগা থেকে ধর্ষণের খবর পাওয়া গেছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img