বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

সিরিয়ার সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে সহায়তা করছে কাতার

আগামী মাস থেকে সরকারি চাকুরিজীবীদের বেতন ৪০০ শতাংশ বৃদ্ধি করতে যাচ্ছে সিরিয়ার নতুন অন্তর্বর্তীকালীন সরকার, যা দেশটির অর্থনৈতিক সংকট দূর করতে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) এক প্রতিবেদনে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সিরিয়ার অর্থনৈতিক সংকট দূর করতে এর বিকল্প ছিল না বলে জানিয়েছেন দেশটির নতুন অর্থনৈতিক উপদেষ্টা,

তিনি আরও জানান, এই প্রকল্পের সফলতা বাস্তবায়নের জন্য বৈদেশিক সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এমন অর্থনৈতিক উন্নয়ন প্রকল্পের পেছনে মধ্যপ্রাচ্যের অন্যতম দেশ কাতারের নাম বার বার উঠে এসেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সরকারি চাকুরিজীবীদের বেতন বৃদ্ধি করতে দেশটির অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিকভাবে সাহায্যের আশ্বাস দিয়েছে কাতার।

এদিকে, সিরিয়ায় স্থিতিশীলতা অর্জনের জন্য কাতারের সাথে যুক্ত হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের আরও একটি দেশ সৌদি আরব। তবে সরাসরি অর্থনৈতিক সাহায্য না দিয়ে আপাতত খাদ্য, তাবু ও ঔষধ সামগ্রী বিতরণ করছে রিয়াদ।

উল্লেখ্য, আমেরিকার পক্ষ থেকে কোন দেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলে সাধারণত দেশটির সাথে সম্পূর্ণরূপে বাণিজ্য বন্ধের ঘোষণা দেওয়া হয়। ঠিক সিরিয়ার উপর এমন নিষেধাজ্ঞা জারি রেখেছে আমেরিকা। তবে এই সপ্তাহে আগামী ছয় মাসের জন্য এই নিষেধাজ্ঞা শিথিল করেছে ওয়াশিংটন। আর এই সুযোগেই দামেস্কের পাশে দাঁড়িয়েছে কাতার।

সূত্র: রয়টার্স

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img