বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

তালেবানের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণকারী সেই অস্ট্রেলীয় নাগরিক ইন্তেকাল করেছেন

আফগানিস্তানে তালেবানের হাতে বন্দী অবস্থায় তাদের আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করা অস্ট্রেলীয় নাগরিক জিব্রাইল ওমর ইন্তেকাল করেছেন।

বুধবার (৮ জানুয়ারি) আফগানিস্তানের রাজধানী কাবুলে তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তালেবানের ক্ষমতায় আসার পর ২০২২ সালে জিব্রাইল ওমর কাবুলে চলে আসেন এবং সেখানে তিনি ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিব্রাইল ওমরের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছে।

২০১৬ সালে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে অস্ট্রেলীয় শিক্ষক টিমোথি উইক্স ও তার আমেরিকান সহকর্মী কেভিন কিঙ তালেবানের হাতে গ্রেপ্তার হন। তারা দুজনই তিন বছর বন্দী থাকার পর ২০১৯ সালে বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি পান।

বন্দী বিনিময় চুক্তির আওতায় এই দুইজনকে মুক্তি দেওয়া হয় তিনজন তালেবান বন্দীর বিনিময়ে। তাদের মধ্যে ছিলেন জালালউদ্দীন হক্কানীর ছেলে আনাস হক্কানি।

ইমারাতে ইসলামিয়ার পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, তিনি পূর্বে ইমারাতে ইসলামিয়ার মুজাহিদদের হাতে বন্দী হয়েছিলেন। পরে বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি পান। এরপর তিনি নিজের ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং তার নাম পরিবর্তন করে টিমোথি উইক্স থেকে জিব্রাইল ওমর রাখেন।

বিবৃতিতে আরও বলা হয়, জিব্রাইল ওমর কাবুলে ইংরেজি শিক্ষক হিসেবে কাজ করতেন। তিনি আফগানিস্তান ও ইমারাতে ইসলামিয়াকে খুবই ভালোবাসতেন। সে কারণেই তিনি কাবুলে বসবাসের সিদ্ধান্ত নেন।

আফগান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মাতিন কানি এক্স (পূর্ববর্তী টুইটার) বার্তায় বলেছেন, “ইমারাতে ইসলামিয়া তার মৃত্যুর ব্যাপারে গভীর শোক প্রকাশ করছে এবং তার বন্ধু ও আত্মীয়দের প্রতি সমবেদনা জানাচ্ছে।”

সূত্র : ডেইলি জঙ্গ ও আরিয়ানা নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img