মঙ্গলবার | ৮ জুলাই | ২০২৫

সিরিয়ার অখণ্ডতা রক্ষায় এরদোগানের অঙ্গীকার

spot_imgspot_img

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্য রক্ষায় নিজের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানিয়েছে মন্ত্রিসভা বৈঠকের পর এরদোগান বলেন, “আমরা দেখতে পাচ্ছি, নতুন সিরিয়ান প্রশাসন দেশের ভৌগোলিক অখণ্ডতা ও ঐক্যের ভিত্তিতে একটি নতুন সিরিয়া গড়ে তোলার চেষ্টা করছে এবং এই বিষয়ে তাদের দৃঢ় সংকল্প আমরা দেখতে পাচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের আন্তরিক ইচ্ছা, প্রত্যাশা এবং নীতি এর সঙ্গেই সঙ্গতিপূর্ণ। যারা সিরিয়ার সংঘাত এবং দায়েশ (আইএস)-এর হুমকিকে সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করেছে এবং ভিন্নমুখী কল্পনা করেছে, তারা এখন আমাদের অঞ্চলের পুরোনো বাস্তবতার মুখোমুখি। বাস্তবতা হলো, এই অঞ্চলের ভবিষ্যতে সন্ত্রাসের কোনো স্থান নেই।”

এরদোগান জোর দিয়ে বলেন, “তুরস্ক সিরিয়ার বিভক্তি বা তার একক কাঠামো নষ্ট হওয়া মেনে নেবে না। কোনো ঝুঁকি দেখা দিলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”

সর্বশেষ

spot_img
spot_img
spot_img