আফগানিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল হাদীস মাওলানা জলিলুল্লাহ মাওলাভিজাদা ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (৮ জানুয়ারি) তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি ছিলেন হেরাতের বিখ্যাত মাদরাসা দারুল উলুমের প্রতিষ্ঠাতা।
এদিকে, মাওলানা জলিলুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগান সরকার।
শোকবার্তায় ইমারাতে ইসলামিয়া দেশটির প্রখ্যাত আলেম শেইখুল হাদীস মাওলানা জলিলুল্লাহ মাওলাভিজাদার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেছে এবং তার মৃত্যুতে যে বিরাট শূন্যতা সৃষ্টি হয়েছে, তা তুলে ধরেছে।
শোকবার্তায় আরও বলা হয়েছে, ইমারাতে ইসলামিয়া প্রয়াত মাওলানা মাওলাভিজাদার মৃত্যুতে এটিকে একটি গভীর ক্ষতি হিসেবে দেখছে এবং তার মাগফিরাত ও জান্নাতে চিরস্থায়ী প্রশান্তি লাভের জন্য দোয়া করেছে।
একই সাথে ইমারাতে ইসলামিয়া তার পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, ছাত্র-ছাত্রী এবং মাওলানা মাওলাভিজাদার মৃত্যুর ফলে শোকাহত সকলকে ধৈর্য ধারণের জন্য অনুরোধ জানিয়েছে।