বৃহস্পতিবার, জানুয়ারি ৯, ২০২৫

সিরিয়ার বিপ্লব আঞ্চলিক দেশগুলোর জন্য সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত করেছে: এরদোগান

সিরিয়ার বিপ্লব আঞ্চলিক দেশগুলোর জন্য একটি ঐতিহাসিক সুবিধাজনক পরিস্থিতি বয়ে নিয়ে এসেছে বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। এই বিপ্লবের মাধ্যমে সন্ত্রাসী মুক্ত তুরস্ক গঠন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। একই সঙ্গে সিরিয়ার পাশে থাকার জন্য সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) আঙ্কারায় অনুষ্ঠিত এক বৈঠকে এই মন্তব্য করেন এরদোগান।

তিনি বলেন, “সিরিয়ায় বিপ্লব সফল হওয়ার ফলে এই অঞ্চল ও আমার দেশের জন্য একটি সম্ভাবনার দরজা উন্মুক্ত হয়েছে। আমরা এখন সন্ত্রাসমুক্ত তুরস্কের আদর্শ উপলব্ধি করতে পারব।”

এরদোগান আরো বলেন, সিরিয়ার সাথে তুরস্কের দীর্ঘ ৯১০ কিলোমিটারের সীমান্ত রয়েছে। তাই সিরিয়ার ঘটনাগুলোতে এই অঞ্চলগুলো ছিল অন্যতম উদ্বেগের বিষয়।

তিনি বলেন, “সিরিয়ার মানব কসাইখানা নামে পরিচিত সেদনায়া কারাগারের ভয়ঙ্কর চিত্র আমাদের সামনে বছরের পর বছর ধরে চলা অমানবিক কার্যক্রমের নির্মম সত্যতা উন্মোচন করেছে।”

এই মুহূর্তে সিরিয়ার পাশে থাকা উচিত বলেও জানিয়েছেন এরদোগান।

উল্লেখ্য, গত ১৩ বছরের গৃহযুদ্ধের ফলে ৫০০ বিলিয়ন ডলারেরও বেশি ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে সিরিয়ায়।

সূত্র: আনাদোলু নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img